দেশের এক নম্বর মেগাসিটি চেন্নাইতে বাড়ছে জলকষ্ট

জলের লাইনে কলসী হাঁড়ি রেখে ভড় থেকেই বসে থাকছেন সাধারণ মানুষ। জল সংকট তীব্র হচ্ছে এই মহানগরে। স্কুলে যাচ্ছে না শিশুরা, অফিস যাচ্ছেন না মানুষ। কারণ জল ভরতে হবে তাঁদের। যদিও প্রশাসনের দাবি সংবাদ মাধ্যম জল সংকট নিয়ে বাড়াবাড়ি করছে। সাধারণ মানুষ বলছেন, এমন ভয়ানক খরা তাঁরা সারা জীবনে দেখেননি।

Related Videos