অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কর্তৃক ব্যবহৃত 8 কোটি টাকার একটি ভবন গতকাল রাতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি জানিয়েছেন যে, ভবনটি অবৈধভাবে নির্মিত এবং সেকারণেই তা ধ্বংস করে ফেলা হয়েছে। রেড্ডি সরকারের একজন মন্ত্রী বলেছেন, নাইডুর বাসভবনও পরবর্তীতে ভাঙা হতে পারে। ইউরোপে ছুটি কাটিয়ে গতকাল ফিরে এসে নাইডু বলেন, সরকারি সম্পত্তি ধ্বংস করাটা মূর্খামি। তিনি প্রশ্ন তুলেছেন, নতুন মুখ্যমন্ত্রীর বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির মূর্তিগুলিও ভেঙ্গে ফেলার পরিকল্পনা রয়েছে কিনা।