নয়া বিধানসভা গড়বেন কে চন্দ্রশেখর রাও

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন ৫ থেকে সাত লাখ বর্গফুটের নয়া আধুনিক বিধানসভা ভবন গড়বেন তিনি। খরচ হবে সাড়ে চারশো কোটি টাকা। ১৫০ বছরের ইরম মঞ্জিল ভেঙে কেন নতুন করে বিধানসভা গড়া হবে, কেনই বা জনগণের টাকা খরচ করে নতুন গড়া হবে এই নিয়ে প্রশ্ন উঠেছে সমালোচক মহলে।

Related Videos