আসাম পুলিশের নাগরিক তালিকার গাফিলতিতে জেলে বৃদ্ধা

ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) তালিকার খসড়া থেকে অতিরিক্ত ১.০২ লাখ মানুষ বাদ পড়েছেন। এর মাঝেই আসাম কর্তৃপক্ষ ‘ভুল করে’ অন্য নাগরিককে ধরতে গিয়ে নাম গুলিয়ে ৫৯ বছরের এক বৃদ্ধাকে ৩ বছর জেলের ঘানি টানানোর ঘটনাও সামনে এসেছে। তিন বছরেরও বেশি সময় ধরে কোকারজাহার আটক কেন্দ্রে রাখার পর মধুবালা মণ্ডলকে মুক্তি দেওয়া হয়।