''বাংলা গান হারায়নি, 'খেয়ালি দিন' সেকথাই বলবে'': কুমার শানু

২০১৭-এর পরে ২০১৯-এ পুজোর বাংলা গানে আবার কুমার শানু। সঙ্গে নতুন শিল্পী মৌসুমী। সুরকার-গীতিকার এই প্রজন্মের শোভন, অঙ্কিত, কিঙ্জল। পুজোর গান নিয়ে, রাণু মণ্ডল নিয়ে এবং নিজের ফেলে আসা পুজোর দিন নিয়ে NDTV-র মুখোমুখি কুমার শানু।