পুজোয় নিজেকে অন্যরকম ভাবে সাজাতে শপিং এ যেতেই পারেন হিন্দুস্থান পার্কের সিয়েনা স্টোরে।

পুজোতে নিজেকে সাজাতে চান একদম অন্যরকম ভাবে।তাহলে আসতে পারেন হিন্দুস্থান পার্কের সিয়েনা স্টোরে।হারিয়ে যাওয়া জিনিসকে নতুন ভাবে পেশ করা হয়েছে এখানে। স্টোরের সাজসজ্জা থেকে হান্ডলুম শাড়ি,কুর্তি বা কাপড়ের গয়না সবেতেই যেন ইউনিক স্টাইলের ছাপ রয়েছে সিয়েনাতে।