সন্দীপ যা বলেছেন সেটাই ফলো করেছি

আমার কাজ চরিত্রকে জীবন্ত করা। পাশাপাশি, পরিচালক কী বলছেন, কী চাইছেন সেটা শোনা, বোঝা। সন্দীপ যেভাবে বলেছেন, বুঝিয়েছেন, তেমনটাই করেছি। প্রফেসর শঙ্কু ও এলডোরাডো মুক্তির আগে NDTV-কে জানালেন ছবির মুখ্য অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়য়।