সত্যজিৎ রায় আমার সেন্সর: সন্দীপ রায়

৬১ সালে জন্ম প্রফেসর শঙ্কুর। জনক বিশ্ববরেণ্য সত্যজিৎ রায়। দুই মলাটের ভাঁজে অনেক বৈজ্ঞানিক আবিষ্কার করে ফেলেছেন। কিন্তু সবার সামনে আসছেন ২০ ডিসেম্বর। বড্ড দেরি হল আসতে? ছবি নিয়ে NDTV-কে খুঁটিনাটি জানালেন পরিচালক সন্দীপ রায়।