করোনা ভাইরাসে অ্যাজমার সমস্যা থাকা বাচ্চাদের ঝুঁকি কতটা? জানালেন ডা. অশোক মিত্তল

করোনাভাইরাসে অ্যাজমা আছে যে সমস্ত বাচ্চাদের, তাদের ঝুঁকি কতটা? কীভাবে সাবধানে রাখবেন তাদের? কী খাওয়াবেন এই সময়টায় তাদের?আগামী দিন খুব সহজ না, তাই বাচ্চাদের কী শেখানো উচিত এই সময়? জানালেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. অশোক মিত্তল।