রাফাল বিতর্কের খোলসা হয়েও হল না

গতকাল ক্যাগের রিপোর্ট হাতে পাওয়ার পর রাফাল সমস্যার কিছুটা সুরাহা হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বিতর্ক যেন আরও কিছুটা উস্কে দিল এই রিপোর্ট। প্রকাশিত রিপোর্টে দেখা গেল টাকার অঙ্কের জায়গায় লেখা রয়েছে সংকেত। প্রাইম টাইমে রভিশ কুমারের পর্যালোচনা জেনে নিন।

Related Videos