বিজেপির জোটবন্ধন কতটা ফলপ্রসূ হবে?

আসন্ন নির্বাচনের প্রাক্কালে নতুন জোটবন্ধনের কথা ঘোষণা করল বিজেপি। একদিকে মুম্বাইতে শিবসেনা প্রধানের সঙ্গে নরেন্দ্র মোদী ও চেন্নাইতে এআইএডিএমকে নেতাদের সঙ্গে পীযুষ গোয়েল নতুন জোটের কথা ঘোষণা করেছেন। তবে কতটা ফলপ্রসূ হবে এই নতুন জোট তার পর্যালোচনা জেনে নিন সিম্পল সমাচারে।