বিগত কয়েক বছরে আমাদের দেশে অনেক কিছুই বদলে গেছে। যার মধ্যে অন্যতম হল প্রশ্ন করা ব্যবস্থা। সম্প্রতি গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশে সরকারই সব করবে আমাদের দেশের এমন সংস্কৃতি কখনও ছিল না। সমাজের সকলে মিলেই লাইব্রেরি, পুকুর, ধর্মশালা বানাত। সরকার নয়। পরে মানুষের ক্ষমতা কমে যায়, রাজ্য সরকারের দায়িত্ব বেড়ে যায়। আমাদের প্রশ্ন, সরকার তো এখন তীর্থযাত্রার দায়িত্বও নিয়েছে। সেটা কেন? প্রশ্ন করার সংস্কৃতি কবে ছিল না এই দেশে? সরকারেরও কাজ ছিল লাইব্রেরি বানানো। কেন্দ্র রাজ্য মিলে কত লাইব্রেরি রয়েছে পড়ুয়াদের জন্য?