সংবাদ পত্র বা চ্যানেল এই সময়ের অত্যন্ত শক্তিশালী স্তম্ভ। সম্প্রতি মেঘালয় হাইকোর্ট দ্য শিলং টাইমসের এডিটর পেট্রিশিয়া মুখীম এবং প্রকাশক শোভা জোশীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে। না দিলে ৬ মাসের জেল ও তাঁদের সংবাদ পত্রকে বন্ধ করার কথাও জানিয়েছে। গত বছর ডিসেম্বরে তাঁরা ‘বিচারক যখন নিজের বিচার করেন’ শীর্ষক একটি খবর ছাপেন। সেখানে বিচারকদের নিজের ও তাঁদের পরিবারের জন্য বিশেষ সুযোগসুবিধা চাওয়ার কথা বলা হয়। এই বিষয়টি আদালত অবমাননা বলেই মনে করে কোর্ট। কিন্তু তাবলে কি পত্রিকা বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া যায়?