প্রাইমটাইম: জইশ প্রধানকে গ্লোবাল টেররিস্ট ঘোষণায় ফের বাধা চিনের

এই নিয়ে চতুর্থবার। চিনের অমতের কারণে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করা গেল না সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের মাথা মাসুদ আজহারকে। এইবার ভারতের সঙ্গে ১৩ টি অন্য দেশও মাসুদকে গ্লোবাল টেররিস্টকে ঘোষণার পক্ষে সওয়াল করে। সুষমা স্বরাজ বেজিং যান। কিন্তু চিন জানিয়েছে তাঁদের এই বিষয়ে মতামত জানাতে আরও সময় লাগবে। কেন ২০০৯ সাল থেকে চিন সঙ্গ দিচ্ছে মাসুদের?