জলকে জীবন বলেই ডাকা হয়। কিন্তু এই জীবনই শুকিয়ে গিয়েছে বৈশালীর মহিশুর গ্রামে। জলের অভাবে বহুদূর দূর থেকে এখনও কলসী ভরে জল নিয়ে আসতে হয় গ্রামের মহিলাদের। সেই জলও পর্যাপ্ত নয়। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে জলের কল, টিউবওয়েল বসাতে টাকা এসেছে পর্যাপ্ত। কিন্তু কোনওভাবেই কল বসানো হয়নি। ডিএমের কাছেও পিটিশন দিয়েছেন তাঁরা, ফল মেলেনি। জলের দাবিতে এখন সড়ক অবরোধ করেছেন তাঁরা।