প্রাইমটাইম: লাখো মানুষের সমাগম বিহারের এই মেলায়

এই মল, সুপার মার্কেটের যুগেও দেশের নানা জায়গায় স্বমহিমায় যে মেলা এখনও মানুষের আসল মিলনক্ষেত্র তা প্রমাণিত। বিহারের সমস্তিপুরে বহুবছর ধরে পালিত হচ্ছে বাবা কেবলনাথের মেলা। লাখো মানুষ গাড়িতে, অটোতে, ঠেলায় চেপে হাজির হন এই মেলায়। নিষাদ মালহার জাতির লোকদের এই মেলা যদিও রাজনীতির থেকে দূরে। রাজনৈতিক কারণে বহু মেলা হচ্ছে দেশে, বহু মেলার আবার রাজনীতিকরণও করা হয়েছে। এসবের মাঝে প্রবলভাবে টিকে রয়েছে এই দেশজ মেলা।