২০১৪ সালেও ১৩৯ জন শিশুর মৃত্যু হয়। সেই সময়েও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বিহারে যান, জানিয়েছিলেন হাসপাতালের পরিকাঠামো ঢেলে সাজানো হবে, বিহার সরকারকে আক্রমণ করেন তিনি। তখন নীতিশ কুমার ছিলেন বিরোধী, আজ নীতিশ বিজেপির সঙ্গী। তাই সুর বদলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এবারও, ২০১৯ সালেও ১০০ শিশুর মৃত্যু দেখছে দেশ। যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী কেন তা পাঁচবছরেও বানানো হল না। কেন কেন্দ্রকে এই নিয়ে প্রশ্নও করল না বিহারের সরকার! প্রতিবছর এপ্রিল থেকে জুন বিহারের শিশু মৃত্যু লেগেই রয়েছে, কেন!