শিশু কন্যা থেকে মহিলা কতটা সুরক্ষিত আমাদের সমাজে?

নাবালিকাদের ধর্ষণের পর সুপ্রিমকোর্টে চলে মামলা। গত ছয়মাসে নাবালিকা ধর্ষণের ঘটনায় ২৪২১২ গুলি মামলা করা হয়েছে সুপ্রিম করতে। প্রতি পাঁচ মিনিটে একটা ধর্ষণ! এর থেকেই বোঝা যাচ্ছে অন্তঃসার শূন্য হয়ে গেছে আমাদের সমাজের। দেখা যাচ্ছে একমাসে চার হাজার ধর্ষণ হয়েছে। আর একদিনে ১৩০। ধর্ষণের মামলা সামলে এলেই শুরু হয়ে যায় হিন্দু-মুসলিম নিয়ে ধর্ম যুদ্ধ, আর পীড়িত ও মামলা গুলি থেকে যাচ্ছে ফাইলের অন্ধকারে।

Related Videos