এশিয়া কাপ 2018: রুদ্ধশ্বাস ফাইনালের আগে আলাপচারিতায় স্পোর্টস এক্সপার্ট জয়দীপ ঘোষ

পুনরায় এশিয়া কাপের ফাইনালে ভারত। প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। ক্রিকেট প্রেমীরা হয়তো পাকিস্তান-ভারতের ফাইনাল দেখবে বলেই আশা করেছিল। কিন্তু ছিটকে গেছে পাকিস্তান, উঠে এসেছে বাংলাদেশ। NDTV স্পোর্টস এক্সপার্ট জয়দীপ ঘোষ ভারতের জন্য জয়টা কি সহজ পথে আসবে? তাই নিয়েই রেখেছেন নিজের বক্তব্য।