তিন বছর পর আবার আইপিএল-এ হনুমা বিহারী। দিল্লি দলে যোগ দিয়েছেন তিনি। সেই সুযোগ কাজে লাগাতে চান হনুমা। বোঝাতে চান এই ফর্ম্যাটেও তিনি সমান স্বচ্ছন্দ। বিশ্বকাপের যে একটি মাত্র জায়গা পড়ে রয়েছে তাঁর লড়াইয়ে যে তিনিও রয়েছেন। তবে তা নিয়ে না ভেবে নিজের সেরাটা দিতে চান হনুমা। সুযোগ পেলে ধাওয়ানের সঙ্গে ওপেনও করতে চান।