সাধারণ মানুষের কাছে পৌঁছাতে আজ বারাণসীতে প্রধানমন্ত্রী

আজ নিজের নির্বাচনী ক্ষেত্র, মন্দিরের শহর বারাণসীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দ্বিতীয় বার প্রচুর ভোটে জয়লাভ করার পরে, তিনি আজ পা রাখবেন বারাণসীতে। আসলে BJP membership drive-এর সূচনা করাই তাঁর প্রধান লক্ষ্য। এই বছরের এপ্রিল মাসে ভোট ছিল বারাণসীতে, সেখান থেকে বিপুল ভোটে জয়লাভ করার পর উত্তর প্রদেশের এই মন্দিরের শহরে দ্বিতীয় বার পা রাখছেন তিনি।

Related Videos