18২ মিটার উঁচু 'স্ট্যাচু অফ অফ ইউনিটি'র উন্মোচন হল আজ 31 অক্টোবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি 'স্ট্যাচু অফ অফ ইউনিটি'র উন্মোচন করেছেন। বিশ্বের মধ্যে এখন দ্বিতীয় স্থানে রয়েছে চীনের স্প্রিং টেম্পল বুদ্ধ মূর্তি, যার উচ্চতা 153 মিটার। মোদি বলেন যে, সর্দার সাহেবের পরিকল্পনা না থাকলে, সিভিল সার্ভিসের মতো প্রশাসনিক কাঠামো দাঁড় করানো আমাদের পক্ষে খুব কঠিন ছিল। তিনি বলেন যে, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত, কারগিল থেকে কন্যাকুমারী পর্যন্ত আজ যদি আমরা বিনা বাধায় যেতে পারি তবে তা সর্দার প্যাটেলের কারণেই। তাঁর সঙ্কল্পেই এই সব বাস্তব হয়েছে, ওর মধ্যে কৌটিল্যের কূটনীতি ও শিবাজীর শৌর্যের সমাহার রয়েছে