প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) ক্রমাগত নির্বাচন কমিশনের (Election Commission) বেঁধে দেওয়া মডেল কোড অব কন্ডাক্ট (Model Code of Conduct) লঙ্ঘন করছেন, এই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি লিখল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় যে, ঘোড়া কেনাবেচায় উৎসাহ দিয়ে চলেছেন নরেন্দ্র মোদী এবং বিভিন্ন মিথ্যে কথা বলে ভোটারদের ভুলপথে চালিত করছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ও'ব্রায়ান একটি চিঠি লিখে সেটি সোমবার নির্বাচন কমিশনের কাছে জমা দেন। সেখানে লেখা হয়, প্রধানমন্ত্রী দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ডেরেক জানান, তৃণমূল কংগ্রেস মনে করে, এমন কাজ বা এমন দাবি একজন প্রধানমন্ত্রী কখনওই করতে পারেন না।