অমিত শাহের রোড শো এবং তাকে কেন্দ্র করে কলকাতায় হিংসার ঘটনার পর পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবারের মধ্যে রাজ্যে শেষ দফার ভোটের প্রচার শেষ করার নির্দেশ দিল কমিশন। এই প্রথম রাজ্যে লাগু করা হল আর্টিকেল ৩২৪। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি সভাপতি অমিত শাহের সভাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। ভাঙা পড়ে বিদ্যাসাগরের মূর্তি। তা নিয়ে দিনভর একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে চলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। ছবি ও ভিডিও দেখিয়ে ঘটনার জন্য একে অপরকে দায়ী করতে থাকে কেন্দ্র ও রাজ্যের শাসক দল। ১৯ মে রাজ্যে শেষ দফার ভোটগ্রহণ। ফলে ১৭ মে প্রচার শেষ হওয়ার কথা। তবে অশান্তির কারণে বৃহস্পতিবারই প্রচার শেষ করার নির্দেশ দিল কমিশন।