বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ডেরেক ও’ব্রায়েন। এই সম্মেলনে ভাঙচুরের ভিডিও প্রকাশ করে জোড়াফুল শিবির। ভিডিওটি প্রমাণ হিসাবে তারা নির্বাচন কমিশনে জমা দেবে বলে জানিয়েছে রাজ্যের শাসকদল। তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর অভিযোগ, রাজ্যে সন্ত্রাস করছে শাসকদল, এবং নির্বাচন কমিশন নীরব দর্শক। সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “এই ঘটনা বাংলার সমস্ত মানুষের মনে ক্ষোভ বাড়িয়েছে এবং হতাশার জন্ম দিয়েছে। একজন সমাজসংস্কারক, লেখক একজন মহান মানুষকে নিয়ে এঁরা যা করল গতকাল তা বাংলার সংস্কৃতিকে আঘাত করেছে।”