দেশের সরকারি চাকরির হাল হকিকত বারেবারেই মানুষের সামনে তুলে ধরেছে এনডিটিভি। কোথাও কোনও বিশ্ববিদ্যালয়ে ৮৮% পদই খালি, কোথাও ৪৭%। শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমই বাড়ছে। লোকসভা নির্বাচন সামনে, এরই মাঝে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করেছেন ক্ষমতায় এলে ওর সরকার ২০২০ এর ৩১ এর মার্চের মধ্যে ২২ লক্ষ শূন্যপদে নিয়োগ করবেন। দেশে নতুন সরকার শপথ গ্রহণের তারিখ ২৬ মে। কোনও সরকার ক্ষমতায় আসার এক বছরের মধ্যে দেশে ২২ লক্ষ চাকরি দিতে পারে?