আন্তর্জাতিক আদালত ভারতের প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবকে দেওয়া মৃত্যুদণ্ড অতি অবশ্যই পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে নির্দেশ দিয়েছে। আদালত আরও জানিয়েছে, সামরিক আদালতে সাজাপ্রাপ্ত নৌসেনা আধিকারিককে কনস্যুলার অ্যাক্সেস না দিয়ে ভিয়েনা চুক্তির শর্ত লঙ্ঘন করেছে পাকিস্তান। আন্তর্জাতিক আদালত বলে, “সাজার ওপরে স্থগিতাদেশ, সাজা এবং দণ্ডাদেশ পুনর্বিবেচনা করার অত্যাবশকীয় শর্ত”। রাষ্ট্রসংঘের আদালত আরও বলে, “কুলভূষণ সুধীর যাদবের সঙ্গে যোগাযোগ করা, আটক আবস্থায় তাঁর সঙ্গে দেখা করা এবং তাঁর জন্য আইনি পদক্ষেপ করার অধিকার থেকে ভারতকে বঞ্চিত করেছে পাকিস্তান”। মোট ১৬ জনের রায়ের মধ্যে ৫ জনের রায়ই ভারতের পক্ষে যায়। মাত্র একজন বিচারপতি ছিলেন পাকিস্তানের। এমনকী, চিনের বিচারপতিও ভারতের পক্ষেই রায় দেন, যা ইসালামাবাদের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।