পরবর্তী 48 ঘন্টাতেও মুম্বাই ও মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। মঙ্গলবারে মুম্বাই পুনে সহ সারা মহারাষ্ট্র জুড়েই দেয়াল ভেঙে ৩১ জন মারা গেছেন। পুনেতে গত সপ্তাহে দেওয়াল পড়ে ১৭ জন মানুষ মারা গেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বৃষ্টিপাতের কারণে দেওয়াল ধ্বসে ৪৬ জন মানুষের মৃত্যু হয়েছে। স্রেফ মুম্বাইয়েই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন দুর্ঘটনায় ২৫ জনের বেশি মানুষ মারা গেছে। মুম্বাইয়ে সমুদ্রের পাশাপাশি নদী ও নোনামাটির নিজস্ব একটি সিস্টেম তৈরি হয়েছিল। আমরা ধীরে ধীরে সেসবের উপর অধিগ্রহণ করলাম। এই প্রাকৃতিক ব্যবস্থাই মহানগরের নিরাপত্তার অস্ত্র ছিল। বিএমসির প্রস্তুতি বিপর্যয়ের প্রভাব কিছু কম করতে বিপর্যয় মেটাতে পারবে না। যাঁদের কাজের ফলে আজ এই পরিণাম, তাঁদের উপর BMC এর নীতি কাজ করে না। যখনই আপনি জিজ্ঞাসা করবেন যে এই সমস্যার জন্য দায়ী কে, কীভাবে এই ধ্বংসের থেকে রক্ষা পাওয়া যাবে? তখনই আমরা সবাই দায় একত্রে নিয়ে নেব। কিন্তু নেপথ্যের মূল দোষীদের চেয়ার একটুও নড়বে না।