মোদী সরকারের ২.০ -র প্রথম বাজেট পেশ হয়েছে।নির্বাচন শেষ, তাই বাজেট নিয়েও মেন্ মাথা ব্যথা নেই। সরকারের ক্রিয়া কলাপ বোঝার জন্য শুধু বাজেটের দিকে তাকিয়ে থাকায় যথেষ্ট নয়, সেই সাথে তার বাইরে তা দেখাও খুব জরুরি। যারা বাজেট নিয়ে মাথা ঘামান তারা বাজেটের ভাষণ দেখতেও ভালোবাসেন, কিন্তু প্রশ্ন হল তারা কি শুধু তেল-সাবানের দাম বাড়া কম নিয়েই মাথা ঘামায়? নাকি তারা নীতি গুলিও দেখতে চান? কাল বাজেট পাশের সময় অর্থমন্ত্রী বহু জিনিস অদেখা করে গেছেন। অর্থমন্ত্রী বলেছেন এই আর্থিক বছরে ভারত ৩ ট্রিলিয়নের দেশ হয়ে যাবে। তাঁর মতানুসারে গত পাঁচ বছরে সরকার এত ট্রিলিয়ন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। ট্রিলিয়ন ডলার রোজগার নিঃসন্দেহে নতুন স্বপ্ন, কিন্তু কতটা বাস্তবিকতা আছে এর মধ্য? বাকি দিক গুলিকে অদেখা করানোর জন্যই কি এই ট্রিলিয়নের উল্লেখ। ৫৫ বছরের সাথে এর তুলনা করা ঠিক হবে কি?