এনডিটিভির বিশেষ অনুষ্ঠান প্রাইম টাইমে বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের সঙ্গে কথা বললেন রভীশ কুমার। এই কথোপকথনে জাভেদ আখতার লোকসভা নির্বাচন থেকে শুরু করে জাতীয়তাবাদ সব বিষয়েই মতামত জানিয়েছেন। সাম্প্রদায়িকতার প্রশ্নে সরাসরি কেন কথা বলা হচ্ছে না, এই প্রশ্নের উত্তরে জাভেদ আখতার বলেন, যদি আমাদের প্রশাসন কোনও ব্যক্তিকে নিরাপত্তাই না দিতে পারে, তাহলে তাঁর থেকে আর সাহসের আশা কীভাবেই বা রাখা যায়? ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গে জাভেদ আখতার বলেন যে সেক্যুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা মানে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, কিন্তু কোথায় সেসব? জাভেদ বলেন যে তথাকথিত সেক্যুলারবাদী দলগুলিও এই বিষয়ে চিন্তা করার পরিবর্তে এর ভুল ব্যবহার করছে। শাহী ইমামের বিষয়ে জাভেদ আখতার বলেন, শাহী ইমাম, জরুরি অবস্থার পরে প্রথম অটল বিহারী বাজপাই এবং লালকৃষ্ণ আদভানির সাথে দিল্লি এসেছিলেন ইমাম, এর আগে তাঁর নামও শুনিনি, কিন্তু তিনি আসতেই অন্যান্য দলগুলিও এই বিষয়ে কথা বলছে, ধর্মনিরপেক্ষ দলগুলোর এটাই ভুল।