আমাদের যুদ্ধ কাশ্মীরকে নিয়ে, কাশ্মীরিদের নিয়ে নয়, প্রধানমন্ত্রী এই কথাটা দেশকে বললেও তাঁরই দলের দুইজন তরুণ কর্মী মোটেও শোনেননি। কাশ্মীরি হওয়া কি অপরাধ যে যেখানেই কাশ্মীরি দেখা যাবে দু’ চার জন লোক লাঠি সোটা নিয়ে চড়াও হবে? আমরা এমন পর্যায়ে নেমে গেছি? ঘৃণা করার আগে ভাবুন তো কাশ্মীরি মানুষদের নিয়ে কী জানেন আপনি? নিউজ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছড়িয়ে পড়া প্রোপাগান্ডা থেকে আপনি কাশ্মীর এবং কাশ্মীরিদের সম্পর্কে মতামত দেন তবে আপনি নিজে কতটা জেনেছেন? অর্ধ অসম্পূর্ণ তথ্য আপনাকেই অপরাধের পথে ঠেলে দিচ্ছে।