গত কয়েক বছরে শ্রমিকদের বিষয়ে আলোচনা সব ধরনের তর্ক বিতর্কের ক্ষেত্র থেকেই অদৃশ্য হয়ে গেছে। আগে বিষয়টিকে বিতর্ক থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর নিরাপদ জীবনের আওতা থেকেও বাদ পড়েছেন তাঁরা। যখনই শ্রম সংস্কার আইন প্রণয়ন করা হয়েছে, সেই আইনের নিয়ম মেনেই কারখানাগুলিতে স্থায়ী কর্মচারীদের সংখ্যা কেবলই হ্রাস পেয়েছে এবং অস্থায়ী বা চুক্তির ভিত্তিতে কাজ করা কর্মীদের সংখ্যা অনেক বেড়েছে। প্রকৃতপক্ষে এই উন্নতির কোনও গতি নেই এবং এর ফলে শ্রমিকদের জীবনেও কোনও পরিবর্তন নেই।