আপনি কি জানেন, ২০১৭-১৮ সালে ভারতে বেকারত্বের হার গত ৪৫ বছরের তুলনায় সবচেয়ে বেশি? আরও মজার বিষয় হল, এটা কি জানেন, যে সমীক্ষায় এই তথ্য রয়েছে তা সরকার জনসমক্ষে আনতে দেয়নি! যদি সরকার এই প্রতিবেদনটি প্রকাশ করত যে তাঁদের শাসনকালে ভারতে বেকারত্বের হার গত ৪৫ বছরের মধ্যে সর্বাধিক তাহলে সেই সরকারের বাকি দাবিগুলির কী হবে? বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক সোমেশ ঝায়ের এই রিপোর্ট এখন সারা দেশে সাড়া ফেলে দিয়েছে।