মূর্তি গড়লেই ইতিহাসের জ্ঞানও পূর্ণ হয় না এবং ইতিহাসের সমস্ত অন্যায্য অনৈতিক কর্মকাণ্ডও মুছে যায় না। সর্দার বলভভাই প্যাটেলের মূর্তি এখন দেশের সবথেকে বড় মূর্তি। সর্দার যখন পৃথিবী ছেড়ে চলে যান তখন তাঁর নামে বিশেষ সম্পত্তি ছিল না, কিন্তু প্রয়াণের 68 বছর পরে তাঁর 3 হাজার কোটি মূর্তি নির্মিত হল। তিন হাজার কোটি টাকার মূর্তি নির্মাণের পরেও সর্দার প্যাটেলকে বোঝা তখনই পূর্ণ হবে, যখন আপনি তাঁকে নিয়ে লেখা বই পড়বেন। 160 টিরও বেশি বই এবং প্রতিবেদন নিয়ে চর্চার পরে রাজমোহন গান্ধী তাঁর জীবনী লিখেছিলেন। রাজমোহন গান্ধীর বই 'প্যাটেল আ লাইফ' 1991 সালে প্রকাশিত। কিন্তু আজও প্যাটেলকে জানা এবং ব্যাখ্যা করা অনেক বাকি। আজকের এই পর্বে আমরা কথা বলবো রাজমোহন গান্ধীর সঙ্গে।