নির্বাচন কমিশন বারেবারে জানিয়েছে নির্বাচনী প্রচারে দেশের সেনাবাহিনীর নামোল্লেখ বা রাজনৈতিক কারণে সেনাবাহিনীকে ব্যবহার করা যাবে না। যদিও কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদিই! লাতুরে এক সমাবেশে প্রথমবার যারা ভোট দেবেন, তাঁদের উদ্দেশ্য করে মোদি বলেন, “আপনারা কি আপনাদের ভোট পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক আর পুলওয়ামাতে হামলায় নয়ত জওয়ানদের জন্য দেবেন না?” এখানেই শেষ না, মোদি এও বলেছেন, “কৃষক মরলে তা ভোটের ইস্যু, দেশের জওয়ান শহিদ হলে তা কেন নির্বাচনী ইস্যু হবে না?”