গতকাল ১৭ দিন পরে বিহারের শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতালে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। গতকাল তিনি হাসপাতালে গিয়ে দেখেন, পরিকাঠামো খারাপ, পরিচ্ছন্নতা নেই এবং চিকিৎসক নেই। এই মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগের পড়াশোনাই হয় না। ১০৯ জন শিশু মৃত্যুর পরে এখানে শিশুবিভাগের পঠনপাঠন নিয়ে নড়েচড়ে বসেছে সরকার। কিন্তু এতকাল কী করছিল সরকার? বারেবারে এনসেফেলাইটিসে শিশু মৃত্যুর ঘটনা হয়, তবু এই বিশেষ রোগের জন্য কোনও নির্দিষ্ট ওয়ার্ডও নেই। কিন্তু কেন?