প্রাইমটাইম: প্রজ্ঞা ঠাকুরকে নিয়ে ক্ষুব্ধ হেমন্ত করকরের সহকর্মীরা

হেমন্ত করকরেকে নিয়ে সাধ্বী প্রজ্ঞার মন্তব্য নিয়ে ক্ষোভের ঝড় উঠেছে পুলিশদের মধ্যেও। ২৬/১১ হামলায় শহিদ হওয়া পুলিশ অফিসার হেমন্ত করকরের বিষয়ে প্রজ্ঞা সিং ঠাকুর জানিয়েছেন, তাঁর অভিশাপেই মৃত্যু হয়েছে ওই অফিসারের। হেমন্ত করকরের সহকর্মীরা এই বিষয়ে মুখ খুলেছেন এবার। তাঁরা জানিয়েছেন, হেমন্ত করকরে জানিয়েছিলেন মুম্বাইয়ে নানা সময়ের বিস্ফোরণে উগ্র হিন্দু সংগঠন জড়িয়ে পড়েছে। যাঁদের যোগ রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে। মুসলিম ধর্মীয় উগ্রতার মোকাবিলা করতে এই সংগঠনগুলির জন্ম। হেমন্ত করকরের সহকর্মীরা জানিয়েছেন, কর্তব্যনিষ্ঠ অফিসার হেমন্ত করকরের কাজের জন্য প্রজ্ঞা ঠাকুরের মতো মানুষের শংসাপত্র প্রয়োজন নেই।