রবীশ কে রোড শোতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অনেক বিষয় নিয়েই আলোচনা করেছেন। রবীশ কুমার উত্তরপ্রদেশে মহাজোটের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করেন তাঁকে। এর পাশাপাশি নির্বাচনে বিজ্ঞাপন থেকে শুরু করে নির্বাচন কমিশনের ভূমিকা এবং নির্বাচন পরে কে প্রধানমন্ত্রী হবেন সেই নিয়েও কথা হয়েছে। অখিলেশ যাদব বলেন, “নির্বাচনে সামাজিক মিডিয়াতে বিজ্ঞাপন আমি একটা টাকাও ব্যয় করিনি। সর্বাধিক ব্যয় বিজেপি করেছে। কিন্তু বিজেপি পরোক্ষভাবে ব্যয় করছে। আমরা বিজ্ঞাপনের জন্য ব্যয় করার বদলে সরাসরি জনতার কাছে পৌঁছেছি, আমরা বিজ্ঞাপনের সাহায্য নিই নি। অখিলেশ যাদব এই নির্বাচনে মিডিয়ার ভূমিকা নিয়েও আলোচনা করেছেন। তিনি বলেন যে, এই নির্বাচনে বিরোধী দলকে সংবাদপত্রে সঠিক জায়গা পর্যন্ত দেওয়া হচ্ছে না। বিবৃতি একরকম দেওয়া হয়, কাগজে তা অন্য ছাপা হয়। যদিও জনতা ভালোই বোঝে যেটা দচেখা যাচ্ছে, সেটা সত্য নাও হতে পারে। অখিলেশ যাদব নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কথা বলেন। তিনি বলেন যে কমিশনের নিরপেক্ষ থাকা উচিত।