ইন্ডিয়ান এক্সপ্রেসের খুশবু নারায়ণের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে নোটবাতিলের বছরে ৮৮ লাখ করদাতার ট্যাক্স ফেরত দিতে পারেননি। কেন ট্যাক্স রিটার্ন করতে পারেন নি? কারণ নোটবাতিলের পরে অর্থনৈতিক কার্যক্রমই বন্ধ হয়ে যায় এবং জনগণের চাকরি চলে যায়। আয় হ্রাস হয়। কালো টাকা শেষ করার জন্য নিজের চাকরি হারানো মজার বিষয় না। খুশবু নারায়ণের এই রিপোর্ট অত্যন্ত গুরুতর। চিন্তা করুন, যে সিদ্ধান্তে ৮৮ লাখ মানুষের চাকরি চলে গেছে, অথবা যারা ট্যাক্স ফেরত দেওয়ার যোগ্য রইলেন না, তাদের অন্তত নোটবাতিলের শংসাপত্র দেওয়া উচিত। রিটার্ন ফর্ম পূরণ এবং ট্যাক্স রিটার্ন করা, দু’টো আলাদা বস্তু।