রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ইন্টারভিউ প্রকাশ্যে এসেছে। জাপানের ওসাআকাতে হওয়া জি-20 বৈঠকে যাওয়ার আগে পুতিনের এই সাক্ষাৎকার বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। পুতিন পরিষ্কারভাবেই বলেন যে উদারনীতি শেষ হয়ে গেছে। এখন এই নীতির কোনও শক্তি আর বেঁচে নেই। আজকের সময়ে দাঁড়িয়ে উদারনীতির ভূমিকা কি? পুতিন আরও বলেন, বহুসংস্কৃতিবাদের দিনও শেষ হয়ে গিয়েছে। জনতাই এর বিরুদ্ধে। জনতাই এখন না চান যে সীমান্ত খোলা থাক এবং তা নিয়ে জনগণের আন্দোলনও চলছে। ভারতেও এসব বিষয় নিয়ে বিতর্ক হয়। লিবারেল আইডিয়া এবং আইডিয়া অফ ইন্ডিয়ার কথা আমরা শুনি। মূলত আমরা বহুতার মধ্যে একতার স্লোগানই দিই। কিন্তু পুতিন পষ্টভাবেই বলছেন সেই দিন চলে গেছে। পুতিন মাইগ্রেশনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য রাষ্ট্রপতি ট্রাম্পের প্রশংসাও করেন।