১১ এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনের সাতটি দফার মধ্যে চারটিতে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। চতুর্থ দফায় বিশেষ করে পশ্চিমবঙ্গে ব্যাপক সন্ত্রাস দেখা গিয়েছে। আসানসোল কেন্দ্রের জেমুয়াতে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র গাড়ি ভাঙচুর ঘিরে লাঠিচার্জ থেকে শুরু করে নানুরে অশান্তি ও হিংসা। নির্বাচন কমিশন অবশ্য জানাচ্ছে শান্তিপূর্ণভাবেই ভোট করানোর চেষ্টা করছেন তাঁরা। অন্যদিকে শহিদদের নাম বা পাকিস্তানে হামলার উল্লেখ করা যাবে না এই নির্দেশ সত্ত্বেও প্রধানমন্ত্রী গত ৯ এপ্রিল সেনাদের নামে ভোট দেওয়ার আপিল জানানো সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিল না নির্বাচন কমিশন। যোগী আদিত্যনাথের বেলাতেও এই ইস্যুতে পদক্ষেপ করেছিল কমিশন, কিন্তু মোদির বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ জমা পড়ার ২১ দিন পার হয়ে গেলেও হুঁশ নেই কমিশনের। আজ এই বিষয়ে পিটিশন দায়ের করেছে।