একটি ছোট দল ভুয়ো খবরের বিষয়টিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ করে তুলেছে। সাম্প্রদায়িক গুজব ছড়াতে ভুয়ো খবরের ব্যবহার করা হচ্ছে। একজন ব্যক্তি ভিডিওতে দাবি করছেন, তাঁর পিছনে যে বাড়িটি দেখা যাচ্ছে সেটি রাহুল গান্ধীর বাড়ি। অল্ট নিউজের ইন্সপেক্টর এই ধরনের মিথ্যা ধরে ফেকেন। প্রধানমন্ত্রী মোদিকে নিয়েও মিথ্যা অভিযোগ করা হয়েছে যে তিনি গালি দিয়েছেন। অল্ট নিউজ জানিয়েছে যে এটি সম্পূর্ণরূপে ভুল তথ্য। টুইটারে অনেক জালি অ্যাকাউন্ট মুছে ফেলা। প্রধানমন্ত্রীর এক লাখ ফলোয়ার সরানো হয়েছে। রাহুল গান্ধীর ৯০০০ ফলোয়ার সরানো হয়েছে। অমিত শাহের ১৬,৫০০ ফলোয়ার সরানো হয়েছে। কেজরিওয়ালের ৪০,০০০ ফলোয়ার সরানো হয়েছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আদতে কী চলছে তা নিয়ে খুব কমই রিপোর্টিং হয়েছে। ফেসবুকেও কংগ্রেস ও বিজেপির নকল পেজ মুছে ফেলা হয়েছে। তাহলে কি ২০১৯ এর নির্বাচন ভুয়ো খবর মুক্ত নির্বাচন হবে?