২০১৪ সালের পর থেকেই এ দেশের রাজনীতিতে বারেবারে ধর্মের ভিত্তিতেই চলছে ঘৃণা ও অবমূল্যায়ন। মুসলমান সম্প্রদায়কে বারেবারে নেতারা নিজেদের সুবিধার্থে ব্যবহার করে চলেছেন। সারা দেশের কাছে মুসলিম নাগরিকদের খলনায়ক বানানোর প্রচেষ্টা জারি রয়েছে। কোথাও যোগী আদিত্যনাথ মুসলিমদের ‘সবুজ ভাইরাস’ হিসেবে উল্লেখ করেছেন তো কোথাও মেনকা গান্ধী স্পষ্টত জানিয়ে দিয়েছেন, মুসলিম জনগণ তাঁকে ভোট না দিলে তিনি তাঁদের উন্নয়নের জন্য কিছুই করবেন না। বারেবারে মুসলমান সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার খর্বিত হচ্ছে এ দেশে। নির্বাচনের আগে কেন সমস্ত ইস্যু ছেড়ে ধর্ম ও সম্প্রদায়কেই এত গুরুত্ব দিচ্ছেন নেতারা?