সক্রিয় রাজনীতিতে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী। শেষমেশ কংগ্রেস তাদের বড় দান দিয়ে দিল। বিগত ১৫ বছরে বহুবার গুজব শোনা গেলেও এবার আচমকা কংগ্রেসের তরফে এই ঘোষণা করা হল। তবে প্রিয়াঙ্কা গান্ধী আসার পর কংগ্রেসের কতটা লাভ হবে তা বিচার সাপেক্ষ। প্রাইম টাইমে রভিশ কুমারের পর্যালোচনা জেনে নিন।