দলীয় দায়িত্ব নিয়ে লখনউতে পৌঁছলেন প্রিয়াঙ্কা গান্ধী। লখনউ পৌঁছে গিয়ে রোড শো শুরু করলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গোটা রাস্তাটাই ঢাকা পড়ে তাঁর পোস্টারে। রোড শো শুরু হতেই কর্মীদের উদ্দেশে হাত নাড়তে শুরু করেন প্রিয়াঙ্কা। ভিড় ঠেলে এগোতে শুরু করে রাহুল- প্রিয়াঙ্কাদের বাস। দুপাশে প্রচুর মানুষ এসে জড়ো হন। ভিড় থাকায় যানের গতিও কম ছিল। তিনি দলের হয়ে পূর্ব উত্তরপ্রদেশের সংগঠনের কাজ দেখভাল করবেন। তাঁর সঙ্গেই নতুন দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি পশ্চিম উত্তরপ্রদেশে কংগ্রেসকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর কাজ করবেন। ইতিমধ্যে দায়িত্ব বুঝে নিয়েছেন জ্যোতিরাদিত্য। আজ তিনিও এসেছিলেন। ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। খাতায় কলমে রাজনৈতিক জীবন শুরুর আগে পরিবর্তনের বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা।