নরেন্দ্র মোদি একটি সাক্ষাতকারে জানিয়েছেন ১৯৮৬-১৯৮৭ সালে তিনি প্রথম ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে আডবানীর ছবি তুলেছিলেন। এখানেই শেষ নয়, সেই ছবি ইমেলে অ্যাটাচ করেও পাঠিয়েছিলেন। প্রশ্ন উঠছে সেই সময়ে ডিজিটাল ক্যামেরা এলো কোত্থেকে এবং ইমেলই বা পেলেন কোত্থেকে! এই দেশে রাজীব গান্ধীর সরকার ১৯৮৬ সালে বিদেশ সঞ্চার নিগম লিমিটেড স্থাপন করে এবং ১৯৯১ সালে ইমেল পরিষেবা শুরু হয়। সে সময় সারা দেশে ইমেল ব্যবহারকারীর সংখ্যাই ছিল ১০০রও কম। প্রধানমন্ত্রীর কথা অনেক মানুষই বিশ্বাস করে। কিন্তু নির্দ্ধিধায় এমন ভুল তথ্য কেন দিয়ে যাচ্ছেন তিনি। অভিযোগ উঠেছে, এই সাক্ষাতকারের প্রশ্নও আগে থেকেই পাঠানো হয়েছিল মোদিকে।