লোকসভা নির্বাচনের সময় এনডিটিভির রবীশ কুমার বেনারসের কবীরের মঠে যান এবং সেখানের প্রধানের সঙ্গে কথা বলেন। এই সময়েই তিনি মঠের প্রধান মহান্ত বিবেক দাসের সঙ্গে বর্তমান সময়ের দেশের রাজনীতি ও সমাজের নানা বদ অভ্যাস নিয়ে বহু আলোচনা করেন। রবীশ কুমারের প্রাইম টাইমে কবীর মঠের প্রধান মহান্ত বিবেক দাস বলেন যে, আজকের রাজনৈতিক ব্যক্তিত্বরা কবীরের পথ বা আদর্শ নিয়ে রাজনীতি করতে পারেন না। নেতারা শুধু আজ দোহা শোনাতে পারেন। কবীরের আদর্শে কোথাও কোনও ছোটো বড়ো নেই, সবাই একই রকম। তিনি আরও বলেন, এখন নরেন্দ্র মোদি রবীদাস মন্দির এই জন্যই যান, কারণ উনি সেখানে নিজের ভোট ব্যাঙ্ক দেখতে পান। মোদি সেখানে শ্রদ্ধা এবং ভালবাসা দেখাতে মোটেও যান না। রবীশ কুমারের সাথে কথোপকথনের সময় মহান্ত বিবেক দাস বলেন যে, হিন্দু পরিষদ রামের নামকেও সংকীর্ণ করেছে। রামনাম করা মানুষও কমে গেছেন। তিনি জানান, কবীর সেই সময়ে দাঁড়িয়ে যে কথা বলে গেছেন তাঁর কেউ বিরোধিতাই করতে পারবেন না।