২০১৪ সালের নির্বাচনের ঠিক আগে ‘আচ্ছে দিন আনে ওয়ালে হ্যায়’ বলে প্রচারণা শুরু হয়ে গেছিল। এইবছর চাইলেই, ‘আচ্ছে দিন আ চুকে হ্যায়’ বলে গর্ব করে প্রচার করতেই পারত সরকার। কিন্তু বদলে তাঁরা শুরু করেছেন ‘হাঁ ম্যায় ভি চৌকিদার হুঁ’। রাহুল গান্ধী রাফাল কেলেঙ্কারি বিষয়ে অনিল আম্বানি ও মোদিকে আক্রমণ করে স্লোগান তুলেছিলেন যে দেশের ‘চৌকিদার চোর হ্যায়’। কেন সকলে মিলে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রচারে আর কিছুই না সামনে এনে সকলে মিলে চৌকিদার হয়ে ওঠাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করলেন?