মেঘালয়ে কমপক্ষে 15 জন মানুষ কয়লা খনিতে 15 দিন ধরে আটকা পড়ে আছেন। বেশি পাওয়ারের পাম্পের অভাবের কারণে উদ্ধার কাজটি গত তিন দিন ধরে স্থগিত রয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেস উদ্ধারে বিলম্ব করার জন্য কনরাড সাংমার বর্তমান সরকারকে দোষারোপ করেছে। অন্যদিকে সাংমা এনডিটিভিকে জানিয়েছেন যে তারা শীঘ্রই পাম্পের ব্যবস্থা করছেন। কোল ইন্ডিয়ার খনির উদ্দেশ্যে রওনা হয়েছে। উত্তরপূর্ব ভারতের বাইরে থেকে বেশি পাওয়ারের পাম্পগুলিও নিয়ে আসা হচ্ছে।