বেগুসরাই থেকে লোকসভা নির্বাচনে সিপিআই প্রার্থী হয়েছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার। হামেশাই দেশদ্রোহীতার অভিযোগে বিজেপির নেতারা তাঁকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। যদিও ২ বছর ধরে আবেদন করার পরেও কানহাইয়ার পাসপোর্ট বানিয়ে দেয়নি সরকার। ২০১৪ সালে এখানে লোকসভা আসনে বিজেপি জিতলেও তার পরের বছরেই বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপির অবস্থা মোটেও ভালো ছিল না। নিজের নির্বাচনী প্রচারের জন্য ক্রাউড ফান্ডিং করেই টাকা তুলেছেন এই নেতা। জানিয়েছেন ৭০ লাখ টাকা দিয়েছেন দেশের মানুষ। ১০০ থেকে শুরু করে ৫ লাখ….. মানুষের টাকাতেই মানুষের হয়ে প্রচার করবেন কানহাইয়া। বেগুসরাইতে কানহাইয়ার রোড শোয়ের সঙ্গী হল এনডিটিভি।